শনিবার

২২ ফেব্রুয়ারি, ২০২৫
৯ ফাল্গুন, ১৪৩১
২৩ শা’বান, ১৪৪৬

সচিবালয়মুখী মিছিলে প্রাথমিকে নিয়োগ প্রত্যাশীদের লাঠিপেটা-জলকামান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১৭:৫৯

আপডেট: ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১৮:০৩

শেয়ার

সচিবালয়মুখী মিছিলে প্রাথমিকে নিয়োগ প্রত্যাশীদের লাঠিপেটা-জলকামান
শিক্ষা ভবনের সামনে পুলিশের বাধার মুখে পড়েছেন আন্দোলনকারীরা। ছবি : সংগৃহীত

হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের ওপর জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপের পর লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

রবিবার সকালে শাহবাগে মহাসমাবেশ শেষে বিকেলে পদযাত্রা নিয়ে সচিবালয়মুখী রাস্তায় পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। পরে সেখানেই অবস্থান নেন তারা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে প্রথমে জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

পরে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করা হয়।

আন্দোলনকারীরা বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।’

ফাতেমা নামে একজন আন্দোলনকারী বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ পদযাত্রায় অযথাই পুলিশ বাধা দিয়েছে। জলকামান ব্যবহার ও লাঠিচার্জ করেছে।

এমন একটা যৌক্তিক আন্দোলনে পুলিশ কেন জবরদস্তি করছে, এটা বুঝতে পারছি না।’

আন্দোলনকারীরা আরও বলেন, ‘পরীক্ষার মাধ্যমে, সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে ১১ দিন ধরে রাজপথে আন্দোলন করতে হচ্ছে, পুলিশের মার খেতে হচ্ছে। এতে অন্যায় হচ্ছে, এটা বলে বোঝাতে পারব না।’

এর আগে ১০ ফেব্রুয়ারি পুলিশের জলকামান নিক্ষেপের পর মঙ্গলবার  দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে চাকরিপ্রার্থীরা বৈঠক করেন।

সরকারের পক্ষ থেকে তাদের নিয়োগের ব্যবস্থা নিতে আদালতে আপিল করা হয়। তাদের কাউকে নিয়োগ থেকে বাদ দেওয়া হবে না জানানো হলেও উচ্চ আদালতের আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।