শনিবার

২২ ফেব্রুয়ারি, ২০২৫
৯ ফাল্গুন, ১৪৩১
২৩ শা’বান, ১৪৪৬

ফেব্রুয়ারির মধ্যেই বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষা উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১৯:০৩

শেয়ার

ফেব্রুয়ারির মধ্যেই বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষা উপদেষ্টা
শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারির মধ্যেই শিক্ষার্থীরা প্রয়োজনীয় পাঠ্যবই পাবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

রোববার  বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের কার্য-অধিবেশনে এ কথা বলেন তিনি।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “ফেব্রুয়ারির শেষ হলেও সব শিক্ষার্থী বই হাতে পাবে না। তবে জরুরি পাঠ্যবইগুলো এ মাসের মধ্যেই তাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “চর দখলের মতো এখন স্কুল-কলেজের পরিচালনা পর্ষদ দখলের প্রবণতা দেখা যাচ্ছে। রাজনৈতিক চাপ উপেক্ষা করে দক্ষ ও গ্রহণযোগ্য স্থানীয় ব্যক্তিদের পর্ষদে অন্তর্ভুক্ত করতে হবে।”

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা বলেন, “এ মুহূর্তে সরকারের প্রধান লক্ষ্য সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। কারও দাবিদাওয়া পূরণ করাই মূল বিষয় নয়। অন্তর্বর্তী সরকারের কোনো সদস্যের নামে কোথাও কোনো স্থাপনার নামকরণ করা হবে না। আমরা এটিকে নিরুৎসাহিত করছি।”

এ ছাড়া, বেসরকারি স্কুল শিক্ষকদের বিভিন্নভাবে বঞ্চিত হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “তাদের ন্যায্য ভাতা নিশ্চিত করতে হবে, যাতে তারা প্রাপ্য সুবিধাগুলো থেকে বঞ্চিত না হন সেদিকে খেয়াল রাখতে আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা।