শনিবার

১ মার্চ, ২০২৫
১৬ ফাল্গুন, ১৪৩১
২ শা’বান, ১৪৪৬

রাজধানীর মিরপুরে শিক্ষার্থীদের মানববন্ধন: চলমান ধর্ষণ ও অপরাধ বিস্তারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:৪৪

শেয়ার

রাজধানীর মিরপুরে শিক্ষার্থীদের মানববন্ধন: চলমান ধর্ষণ ও অপরাধ বিস্তারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ
ছবি: বাংলা এডিশন

শনিবার বিকেল চারটায় রাজধানীর মিরপুর-১২ বাসস্ট্যান্ডে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। তারা দেশের সাম্প্রতিক ধর্ষণের ঘটনাগুলোর প্রতিবাদ জানিয়ে জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শুধু ধর্ষণের প্রতিবাদই নয়, বরং দেশে চলমান ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধেও আওয়াজ তোলেন। তারা এসব অপরাধে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব লন্ডনের শিক্ষার্থী আয়েশা তাবাসসুম। পাশাপাশি বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর আইন বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মানসুর এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী হামিম আল ফুয়াদ ফাহিম।

শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে প্রশাসনের কার্যকরী ভূমিকা জরুরি। মানববন্ধন থেকে তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তারা।

এ সময় বিপুল সংখ্যক শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে অংশ নেয় এবং ধর্ষণ ও চলমান নিরাপত্তাহীনতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।

ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে পরবর্তীতে আরও কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।