শনিবার

১ মার্চ, ২০২৫
১৬ ফাল্গুন, ১৪৩১
২ শা’বান, ১৪৪৬

ইবির পরিবহন ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:০১

শেয়ার

ইবির পরিবহন ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন
মানববন্ধন। বাংলা এডিশন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পরিবহন ব্যবস্থা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে শাখা ছাত্র ইউনিয়ন। আজ বুধবার দুপুরবেলা প্রশাসন ভবনের সামনে সংগঠনটি মানববন্ধনের আয়োজন করেন।

এ সময় মানববন্ধনে শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান বলেন, 'বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ভালো বাসগুলো কর্মকর্তা ও শিক্ষকদের জন্য ব্যবহৃত হয়। যে বাসগুলোর ফিটনেস নাই, সেগুলো শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা কি মানুষ না যে তাদেরকে ফিটনেসবিহীন গাড়ি দিয়ে যাতায়াত করতে হচ্ছে? বিশ্ববিদ্যালয় প্রশাসন শত শত শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে রয়েছে‌। ভাড়ায় চালিত বাস আমরা আর দেখতে চাই না‌। এর পরিবর্তে বিশ্ববিদ্যালয় নিজস্ব বাস ক্রয় করে, শিক্ষার্থীদের জন্য সুন্দর যাতায়াতের ব্যবস্থা করে দিন।'

এদিকে গতকাল মঙ্গলবার রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনকে সংস্কারমূলক কাজ করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সহ-সমন্বয়ক তানভীর মন্ডল বলেন, "বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্তাব্যক্তিদের কেন্দ্রীয় মসজিদে ওয়াজ করার জন্য নিয়ে আসা হয়নি, বিভিন্ন প্রোগ্রামে গান বাজনা করানোর জন্য বসানো হয়নি। এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে প্রকৃত সংস্কারমূলক কার্যক্রমের দিকে নজর দেন, না হলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো।"

তিনি আরও বলেন, ছয় মাস পার হলেও বর্তমান প্রশাসন কার্যকর সংস্কারমূলক কাজ করতে ব্যর্থ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে যাওয়ার দুর্ঘটনা প্রশাসনের সঠিক তদারকি না থাকার ফল বলে দাবি করেন তিনি।

এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে উল্টে যায় ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবাহী ভাড়ায় চালিত একটি বাস। ক্যাম্পাস পার্শ্ববর্তী বিত্তিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ জন শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষার্থীবাহী সব বাসগুলোতে ফিটনেস ত্রুটিযুক্ত এবং দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত চালকের অভাব রয়েছে।