
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দেয়ালে ‘জয় বাংলা’ লেখার সময় এক ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তার নাম রেজওয়ানুল কবির চয়ন (৩১)। তিনি ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করেছেন।
আজ শুক্রবার স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সি ইউনিট বাণিজ্য অনুষদের দ্বিতীয় সেশনের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তাকে ধরেন শিক্ষার্থীরা।
ধরা খাওয়ার পর ছাত্রলীগ কর্মী বলেন, ‘আমি শুধু জয় বাংলা লিখেছি। জগন্নাথের দেয়াল ছাড়া আর কোথাও লিখিনি। আমাকে কেউ এটা লিখতে বলেনি, আমি নিজেই লিখেছি।’
ঘটনার সময় উপস্থিত থাকা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান খান বলেন, আজ সি ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের ডান পাশে জয় বাংলা লেখার সময় আমরা একজনকে ধরেছি। পরবর্তী সময়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তায় পুলিশের কাছে তাকে সোপর্দ করি। আওয়ামী লীগের প্রোগ্রাম চলমান আছে, সেজন্য তারা তাদের কর্মসূচির অংশ হিসেবে এসব কাজ করে দেশের মধ্যে আবারও অরাজকতা সৃষ্টি করার পাঁয়তারা করছে।
আরও পড়ুন: