বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

জাবিতে ৪ আবাসিক হলের নাম পরিবর্তন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৫ ১৩:৫৮

শেয়ার

জাবিতে ৪ আবাসিক হলের নাম পরিবর্তন হচ্ছে
জাবিতে ৪ আবাসিক হলের নাম পরিবর্তন হচ্ছে।

জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারটি আবাসিক হলের নাম প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে দুটি ছাত্র এবং দুটি ছাত্রী হল।

সোমবার (১৭ মার্চ) দিনব্যাপী বিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে রাত ৩টার দিকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ রাসেল হল, শেখ হাসিনা হল এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

হলগুলোর নাম নতুন করে নির্ধারণ করার জন্য জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে।

banner close
banner close