বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

জবি শিক্ষার্থীকে মারধর, ক্যাম্পাসে নিয়ে এলো গাবতলী পরিবহনের ১১টি বাস

জবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৫ ১৬:০৫

শেয়ার

জবি শিক্ষার্থীকে মারধর, ক্যাম্পাসে নিয়ে এলো গাবতলী পরিবহনের ১১টি বাস
ক্যাম্পাসে গাবতলী পরিবহনের ১১টি বাস।

শিক্ষার্থীকে হেনস্তা ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে গাবতলী পরিবহনের ১১টি বাস ক্যাম্পাসে আটক করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা।

আজ বুধবার(১৯ মার্চ) সকালে যাত্রাবাড়ী থেকে আটক করা হয় বাসগুলোকে।

জানা যায়, গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) রাতে জবি ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী কিরণ কুমার দাস কল্যাণপুরে গাবতলী ৮ নং পরিবহনের স্টাফ কর্তৃক মারধরের শিকার হন। ঘটনা জানাজানি হলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং পরের দিন সকালে বাসগুলোকে আটক করেন তারা।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে ১১টি বাস আটকে রাখা হয়েছে। সেখানে একটি বাসে ভাঙচুর করা হয়েছে। বাস চালকদের অভিযোগ শিক্ষার্থীরা ক্যাম্পাসে এনে বাসে ভাঙচুর চালিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বলেন, আপাতত আমি কিছু বলতে পারছি না। আমার কোন সিদ্ধান্ত শিক্ষার্থীদের পছন্দ হয় না তাই আমি এখন কিছু বলবো না বাসমালিক কর্তৃপক্ষ আসবে তাদের সাথে বসার পর সিদ্ধান্ত হবে শিক্ষার্থীরায় সিদ্ধান্ত নিবে কি করবে তারা।

banner close
banner close