
ছবি : বাংলা এডিশন
ফিলিস্তিনে ইসরায়েলের চলমান হামলা ও মানবতাবিরোধী আগ্রাসনের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মূল ফটকের সামনে ইসরায়েলের পতাকা অঙ্কন করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দর্শন বিভাগের ১৯তম আবর্তনের শিক্ষার্থীদের উদ্যোগে এই প্রতীকী প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের রাস্তায় ইসরায়েলের পতাকা আঁকা হয়েছে, যেখানে প্রতিদিন শত শত শিক্ষার্থী হেঁটে প্রবেশ ও বের হচ্ছেন।
এ বিষয়ে দর্শন বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম বাংলা এডিশন কে বলেন, "রমজান মাসে ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলের হামলা ইতিহাসের সব জুলুমকে হার মানায়। এর প্রতিবাদ হিসেবে আমাদের এই প্রতীকী প্রতিবাদ।"
একই বিভাগের শিক্ষার্থী আরমান বলেন, "ইসরায়েলের মানবতাবিরোধী আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাদের নির্যাতনের বিরুদ্ধে আমাদের এই ঘৃণা প্রকাশের প্রতীক এটি।"
উল্লেখ্য, গাজায় গত মঙ্গলবার যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলের নতুন হামলায় তিন দিনে প্রায় ২০০ শিশুসহ ৫০৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৯০৯ জন।
আরও পড়ুন: