সোমবার

৩১ মার্চ, ২০২৫
১৭ চৈত্র, ১৪৩১
,

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ মিছিলে পুলিশের বাধা, আটক ২ জবি শিক্ষার্থী

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৫ ১০:২২

শেয়ার

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ মিছিলে পুলিশের বাধা, আটক ২ জবি শিক্ষার্থী
কোলাজ: বাংলা এডিশন

ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক মিছিলে বাধা দিয়েছে পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর ধানমন্ডি ৮ নম্বর রোডে মিছিলটি বের করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তা ছত্রভঙ্গ করে দেয়। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ মোট ৭ জনকে আটক করা হয়েছে।

পুলিশের দাবি, আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে। তাদের কাছ থেকে সংগঠনটির প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন উদ্ধার করা হয়েছে।

আটক হওয়া দুই জবি শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের ১৩তম আবর্তনের দর্শন বিভাগের শিক্ষার্থী কাজী ঐশ্বর্য এবং ১৬তম আবর্তনের গণিত বিভাগের শিক্ষার্থী সাকিব।

ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক জানান, ‘জুমার নামাজ শেষে কিছু ব্যক্তি মিছিল বের করার চেষ্টা করছিল। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সাতজনকে আটক করা হয়।’

উল্লেখ্য, ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে সারা দেশেই বিক্ষোভ মিছিল হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মসজিদ ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে একাধিক প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও গণজমায়েতের মাধ্যমে সাধারণ মানুষ ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।

banner close
banner close