সোমবার

৩১ মার্চ, ২০২৫
১৭ চৈত্র, ১৪৩১
,

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) তে কর্মচারীদের ঈদ সামগ্রী বিতরণ করল ছাত্রশিবির

প্রতিনিধি,শেকৃবি

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৫ ১৭:৫০

শেয়ার

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) তে কর্মচারীদের ঈদ সামগ্রী বিতরণ করল ছাত্রশিবির
ছবি : বাংলা এডিশন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) কর্মরত ৬০ জন কর্মচারীর মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে শাখা ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার  বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে এ উদ্যোগ বাস্তবায়িত হয়। 
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, গুঁড়া দুধ,কিসমিস, আটা ও নুডলস সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়।
কর্মচারীদের সহায়তা ও ঈদের আনন্দ বাড়াতে ছাত্রশিবিরের এ উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। 
সামগ্রী গ্রহণ করে কর্মচারীরা ছাত্রশিবিরের এই উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, ঈদের আগে এমন সহযোগিতা তাদের পরিবারের জন্য খুবই সহায়ক হয়েছে।

এ বিষয়ে ছাত্রশিবির শেকৃবি শাখার সভাপতি মোঃ আবুল হাসান বাংলা এডিশন কে বলেন, " ঈদ উপলক্ষে আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়ানোর চেষ্টা করেছি। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আমাদের পরিবারের মতো, তাদের পাশে থাকাই আমাদের দায়িত্ব। আমরা বিশ্বাস করি, মানবতার সেবা আমাদের নৈতিক দায়িত্ব, এবং শিক্ষার্থীদের মাঝেও এই চেতনাকে জাগ্রত করতে চাই। ভবিষ্যতেও আমরা এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাব, ইনশাআল্লাহ।"

banner close
banner close