বুধবার

২ এপ্রিল, ২০২৫
১৮ চৈত্র, ১৪৩১
৪ শাওয়াল, ১৪৪৬

জবি ছাত্রদলের তিন নেতাকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি

জবি প্রতিনিধি 

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৫ ১১:৪৮

শেয়ার

জবি ছাত্রদলের তিন নেতাকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি
সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি।

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার, রাশেদ বিন হাকিম ওমর ফারুককে এক মাসের জন্য সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয় যে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে গতকাল দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নির্দেশ দেয়। মধ্যরাতে তাদের সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

সুমন সরদারের বিরুদ্ধে ২২ মার্চ আজমেরী পরিবহনের কাউন্টার দখল চাঁদা তোলাকে কেন্দ্র করে বাসমালিকদের মারধরের অভিযোগ ওঠে। এর আগে ১৫ ফেব্রুয়ারি সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। অন্যদিকে, ২৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় চাঁদাবাজি দোকান দখলের অভিযোগ ওঠে রাশেদ বিন হাকিম ওমর ফারুকের বিরুদ্ধে।

banner close
banner close