
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। আজ প্রথম দিন এসএসসির বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লিখিত পরীক্ষা হবে। এসএসসির লিখিত পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত।
ব্যবহারিক পরীক্ষা হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।
বৃহস্পতিবার থেকে পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে আগেই জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। পরীক্ষার্থীদের মধ্যে ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন ছাত্র এবং ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন ছাত্রী।
২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম। গতবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। এ বছর সারা দেশে তিন হাজার ৭১৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা হবে।
আরও পড়ুন: