মঙ্গলবার

১৫ এপ্রিল, ২০২৫
২ বৈশাখ, ১৪৩২
১৭ শাওয়াল, ১৪৪৬

প্রশ্নফাঁস রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৫ ১২:২৬

শেয়ার

প্রশ্নফাঁস রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে: শিক্ষা উপদেষ্টা  
ছবি: সংগৃহীত

এবারের এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস যাতে না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

বৃহস্পতিবার সকালে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ৩ হাজার ৮১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা বিশাল এক কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞে যাতে কোনো ব্যত্যয় না ঘটে, সে লক্ষ্যে আমার সহকর্মীরা সুচারুভাবে কাজ করেছেন। আমরা আশা করছি পরীক্ষার শেষ দিন পর্যন্ত এমন পরিবেশ বজায় থাকবে।’

প্রশ্নপত্র ফাঁস বিষয়ক এক প্রশ্নে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘এখন পর্যন্ত প্রশ্নফাঁসের কোনো ঘটনা ঘটেনি এবং এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিয়েছি।’

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে প্রশ্নফাঁসের গুজব ছড়ায়। তাদের প্রতি অনুরোধ থাকবে, এমন কাজ করবেন না। কারণ এই পরীক্ষা অনেক প্রস্তুতির পর অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী-অভিভাবক সবাই এক ধরনের চাপে থাকেন। সুতরাং গুজব ছড়িয়ে তাদের চাপটা দয়া করে বাড়াবেন না।’

banner close
banner close