
গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি শুরু করেছেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ব্যানারে এ পদযাত্রা ক্যাম্পাস থেকে শুরু হয়ে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দূতাবাসের দিকে অগ্রসর হয়।
পদযাত্রায় অংশগ্রহণকারীরা 'নারায়ে তাকবীর, আল্লাহু আকবর', ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ইসরাইলের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ইসরাইলি আগ্রাসন, বন্ধ করো করতে হবে’ সহ বিভিন্ন স্লোগান দেন। এছাড়া তাদের হাতে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থনমূলক প্ল্যাকার্ড দেখা যায়।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থীরা জানান, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, মার্কিন দূতাবাস ও সৌদি আরবের দূতাবাসে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় স্মারকলিপি দেওয়া হবে।
গত সোমবার ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’র প্রতি সংহতি জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দীন তিন দফা দাবি ঘোষণা করেছিলেন। দাবিগুলো হলো: গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো, মার্কিন দূতাবাসের উদ্দেশে লংমার্চ ও স্মারকলিপি প্রদান, বাংলাদেশে ইসরায়েলি পণ্য নিষিদ্ধ করা।
আজকের মার্চ ফর প্যালেস্টাইন সেই কর্মসূচিরই ধারাবাহিকতা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও অংশগ্রহণকারীরা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নির্যাতন বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।
আরও পড়ুন: