মঙ্গলবার

১৫ এপ্রিল, ২০২৫
২ বৈশাখ, ১৪৩২
১৭ শাওয়াল, ১৪৪৬

শেকৃবি শাখা ছাত্রদল নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি

প্রতিনিধি,শেকৃবি

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৫ ২০:৫৬

আপডেট: ১১ এপ্রিল, ২০২৫ ২০:৫৮

শেয়ার

শেকৃবি শাখা ছাত্রদল নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি
মোঃ আব্দুস সামাদ। ছবি : বাংলা এডিশন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এই নোটিশ ইস্যু করেছে।

ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে মোঃ আব্দুস সামাদের বিরুদ্ধে কেন শৃঙ্খলা ভঙ্গজনিত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ১৩ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। এছাড়া, বিষয়টি ব্যাখ্যা করার জন্য তাকে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে খারাপ আচরণ করায় এই নোটিশ জারি করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত নেতা আব্দুস সামাদ বলেন, ”আমি এখনও অফিসিয়ালি কোন নোটিস পাইনি। তবে বিভিন্ন গ্রুপের মাধ্যমে শোকজের বিষয়টি জানতে পেরেছি। কেন্দ্রের সাথের যোগাযোগের চেষ্টা করছি।”

banner close
banner close