মঙ্গলবার

১৫ এপ্রিল, ২০২৫
২ বৈশাখ, ১৪৩২
১৭ শাওয়াল, ১৪৪৬

আবারো চলছে স্বৈরাচারের মুখাকৃতি বানানোর কাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৫ ১১:৩৮

শেয়ার

আবারো চলছে স্বৈরাচারের মুখাকৃতি বানানোর কাজ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের আনন্দ শোভাযাত্রার মূল মোটিফ স্বৈরাচারের মুখাকৃতি আবারো তৈরি করার কাজ শুরু হয়েছে। এই দায়িত্ব শিল্পীদের ওপর ন্যস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

শনিবার রাতে চারুকলা অনুষদ প্রাঙ্গণে আনন্দ শোভাযাত্রার অগ্রগতি পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

উপাচার্য জানান, ‘এই প্রতিকৃতি শুধু একটি শিল্পকর্ম নয়, এটি একটি প্রতীক, যা অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থানের বার্তা দেয়।’

তিনি বলেন, ‘আমরা একটি বড় দায়িত্ব পালন করছি। বাধা এসেছে, ষড়যন্ত্রও হয়েছে। তবে আমরা মানবিক শক্তি, শ্রম ও আস্থাকে হাতিয়ার করেই এগিয়ে যাবো। এই উদ্যোগে সবার সহযোগিতা চাই।’

ফ্যাসিবাদের প্রতিকৃতিটি দ্রুত তৈরি করতে শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। প্রয়োজনীয় সব উপকরণ ইতোমধ্যে আনা হয়েছে এবং স্বল্প সময়ের মধ্যে প্রতিকৃতি গড়ার লক্ষ্যে তারা ককশীটের মতো সহজে ব্যবহারযোগ্য উপাদানের ওপর নির্ভর করছেন।

 

banner close
banner close