
ছবি : বাংলা এডিশন
প্রতি বছর পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্যের প্রতীক হিসেবে বাংলা নববর্ষ উদযাপিত হলেও এবার তেশরা বৈশাখ নববর্ষ উদযাপন করতে যাচ্ছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।
গত রবিবার বিশ্ববিদ্যালয়ের উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ড. মো. মনজুর রহমান ও সদস্য-সচিব মো. শামীম আকতারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাইস-চ্যান্সেলর মহোদয় কর্তৃক আদিষ্ট হয়ে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আগামী ৩ বৈশাখ, ১৪৩২ (১৬ এপ্রিল ) বুধবার বাংলা বর্ষবরণ উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভাইস-চ্যান্সেলর মহোদয়ের প্রত্যাশা অনুযায়ী প্রতিটি বিভাগকে বাঙালির ইতিহাস-ঐতিহ্য ও ইসলামী মূল্যবোধের আলোকে সজ্জিত হয়ে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। উল্লেখ্য, ১১:০০ টায় প্রশাসন ভবন থেকে শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রা শেষে 'বাংলা মঞ্চ'-এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মনজুর রহমান বাংলা এডিশন কে বলেন, যেহেতু অনেক বিভাগ সেশনজটে রয়েছেন, তাই আনুষ্ঠানিকভাবে ওইদিন ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দেয়া হয়নি। পরীক্ষা চলবে। তবে ভিসি স্যার বেলা ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ক্লাস করার জন্য অনুৎসাহিত করছেন।
উল্লেখ্য, প্রতিটি বিভাগ ও সংশ্লিষ্ট সংগঠনকে ১২/৩ ফিট ব্যানারের ডিজাইন করার জন্য নির্দেশনা দেয়া হয়। তবে আজ পহেলা বৈশাখে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শুভেচ্ছাবার্তা জানান।
আরও পড়ুন: