
প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নববর্ষের আনন্দ শোভাযাত্রা সফল হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
সোমবার শোভাযাত্রা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাবি উপাচার্য এ কথা বলেন।
কঠিন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা জানেন এবার আমরা ভিন্ন প্রেক্ষাপটে নববর্ষের আয়োজন করেছি। অনেক রকম বাধা-বিপত্তি ছিল।’
তিনি আরও বলেন, ‘নাশকতা-সহিংসতার চেষ্টা করা হয়েছে। পরোক্ষ-প্রত্যক্ষভাবে অনেক রকম যৌক্তিক-অযৌক্তিক বাধা-বিপত্তি, প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আজকে আমরা কোনো পুরনো কথায় যেতে চাচ্ছি না। আপনাদের সবার সহযোগিতায় আমরা এই প্রত্যেকটি প্রতিবন্ধকতা আমাদের ছাত্র-শিক্ষকদের এবং সবচেয়ে ঘনিষ্ঠ পরীক্ষিত অংশীজনদের মাধ্যমে অতিক্রম করতে পেরেছি।’
অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ‘যে উদ্দেশ্য নিয়ে জাতিসংঘ আমাদের আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল, সেখানে তিনটি বিষয়। একটি ছিল আমাদের যত নৃগোষ্ঠী আছে এবং সংস্কৃতি আছে, তা যেনো তুলে ধরতে পারি। এবার কিন্তু সেটিই করা হয়েছে। এবার সবচেয়ে জাঁকজমকপূর্ণ এবং সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ শোভাযাত্রা বের করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের এবারের আয়োজনের উদ্দেশ্য ছিল একটি ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে যে নতুন বাস্তবতা, সেটি আমরা এই আয়োজনে প্রতিফলিত করতে চেয়েছি।’
আরও পড়ুন: