
ছবি : বাংলা এডিশন
জুলাইয়ের আন্দোলনে আহত শিক্ষার্থীদের আবেদন বিবেচনায় নিয়ে তাদের ফি মওকুফের উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার দ্বিতীয় ক্যাম্পাসের কাজের অগ্রগতি, আবাসন ভাতা, জকসু নির্বাচন ও সমাবর্তন সংক্রান্ত বিষয়ে ভিসির সঙ্গে আলোচনা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তারা।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের দাবি দ্বিতীয় সমাবর্তন আয়োজনের বিষয়েও অগ্রগতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে এ বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে সমাবর্তন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন ছাত্র প্রতিনিধিরা।
বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী রাকিব ইসলাম বলেন, “আজ আমরা ভিসি স্যারের সঙ্গে ক্যাম্পাসের সামগ্রিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি। সেখানে আবাসন ভাতা, জকসু নির্বাচন ও সমাবর্তনের বিষয়গুলো প্রাধান্য পায়।”
তিনি জানান, জকসু নির্বাচনের কোনো রোডম্যাপ এখনো নির্ধারিত হয়নি। রাষ্ট্রপতির কাছে প্রশাসনের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে এক-দেড় মাসের মধ্যে রোডম্যাপ চূড়ান্ত হতে পারে।
দ্বিতীয় ক্যাম্পাস ও অস্থায়ী হল নির্মাণ প্রকল্পের আরডিপি অনুমোদন আগামী এক-দুই সপ্তাহের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ মিটিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে।
আবাসন ভাতার বিষয়ে প্রতিনিধিরা বলেন, রিভাইসড বাজেটে প্রস্তাব পাঠানো হলেও এখনো চূড়ান্ত অনুমোদন আসেনি। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
জকসু নির্বাচনের খসড়া এখনো চূড়ান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয় অথবা ইউজিসির অনুমোদনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।
আরও পড়ুন: