বৃহস্পতিবার

২৪ এপ্রিল, ২০২৫
১১ বৈশাখ, ১৪৩২
২৬ শাওয়াল, ১৪৪৬

কিশোরগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, গ্রেফতার দুই

প্রতিনিধি,নীলফামারী

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৫ ২১:৫৫

শেয়ার

কিশোরগঞ্জে দাখিল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, গ্রেফতার দুই
ছবি: বাংলা এডিশন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃতরা হলেন বড়ভিটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ অহিদুল ইসলামের ছেলে ও মাদ্রাসার সহকারী লাইব্রেরিয়ান মোজাহিদ ইসলাম ও অপরজন ওই মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র রোকন মিয়া। সে জলঢাকা উপজেলার গাবরোল গ্রামের খাতবিুল ইসলামের ছেলে।

মঙ্গলবার কিশোরগঞ্জ কেসবা ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মোজাফফর হোসেন বাদী হয়ে ওই দুজনকে আসামি করে নিয়মিত মামলা দায়ের করেছেন।

প্রশ্ন ফাঁসের বিষয়টি জানাজানি হলে উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী হক ওই দুজনকে উপজেলা নিবার্হী অফিসারের কাযার্লয়ে ডেকে নেন। ইউএনও বলেন, আমি বড়ভিটা ফাজিল মাদ্রাসার সহকারী লাইব্রেরিয়ান ও ওই মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র রোকন মিয়াকে আমার অফিসে ডেকে নিয়ে এসে প্রশ্ন ফাঁসের বিষয়ে জিঙ্গাসা করলে তারা প্রশ্ন ফাঁসের কথা আমার কাছে স্বীকার করেছেন।

banner close
banner close