বৃহস্পতিবার

২৪ এপ্রিল, ২০২৫
১১ বৈশাখ, ১৪৩২
২৬ শাওয়াল, ১৪৪৬

বুধবার সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৫ ০৯:৪৮

শেয়ার

বুধবার সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের আহ্বান
ক্লাস বর্জনের আহ্বান।

আজ বুধবার সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের আহ্বান জানিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানানো সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে ‘কুয়েট বাঁচাতে শাহবাগ ব্লকেড’ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়,  বুয়েট, জাবি, প্রাইভেট, ঢাকা কলেজ, জবিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সময় মোড়ে অবস্থান করতে দেখা যায়। এ

এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের কুয়েটের ভাইয়েদের ক্লাসের বাইরে রেখে আমরা ক্লাসে যাবো না। তারা আগামীকাল ক্লাসে যাবেন না বলে ঘোষণা দেন। তারা বলেন, তাদের এক দাবি, কুয়েট ভিসির পদত্যাগ। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।  

কুয়েট শিক্ষার্থীদের সাথে মিল রেখে সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতীকী অনশন পালনের আহ্বানও জানান শিক্ষার্থীরা। আর কেন্দ্রীয় কমিটির কার্যক্রম হিসাবে বুধবার (২৩ এপ্রিল) বিকাল ৩টায় রাজুর পাদদেশে বিক্ষোভ মিছিল করবেন তারা। 

এর আগে রাত ১০টার দিকে টিএসসি থেকে মিছিল নিয়ে এসে শাহবাগ অবরোধ করেন তারা। এ সময় কুয়েটের উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে স্লোগান দেন তারা। 

এরপর কর্মসূচি ঘোষণা করে রাত ১২টায় শাহবাগ সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। গত ১৮ ফ্রেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার পর অচলাবস্থা বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে। ভিসি অপসারণের দাবি করেছেন শিক্ষার্থী।

এদিকে কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

অপরদিকে, কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে এবং কুয়েটের ভিসি মাসুদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের বেশ কয়েকজন নেতা। তারা বলেন, ভিসির পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি চলবে।

banner close
banner close