
ছবি : বাংলা এডিশন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাইকেল চুরির ঘটনায় প্রতিকার চাইতে যাওয়া এক শিক্ষার্থীকে চরম দুর্ব্যবহার এবং কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এসময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিনের কুশপুত্তলিকা দাহ করে।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তার মধ্যে, 'এক দুই তিন চার, রেজিস্ট্রার তুই গদি ছাড়', 'তুমি কে আমি কে, ইভান ইভান' ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় থেকে সাইকেল চুরির ঘটনার বিষয়ে কর্তৃপক্ষ যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, সেজন্য ভুক্তভোগী শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিতে যান বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইভান তাহসীব।
এসময় রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন ওই শিক্ষার্থী ও ছাত্রনেতা ইভান তাহসীবের প্রতি উত্তেজিত হয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে কারো পার্সোনাল কিছু চুরি হলে সেটা তার (শিক্ষার্থীর) দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের না। বিশ্ববিদ্যালয় পার্কিংয়ের জায়গা না। বিশ্ববিদ্যালয়ের কাজ কি ভাত-রুটির ব্যবস্থা করা? গেট আউট, একে বের করে দাও।’ এই কথা বলে তিনি তাদের তার কক্ষ থেকে বের করে দেন। রেজিস্ট্রারের এমন আচরণে শিক্ষার্থীরা চরম ক্ষুব্ধ হয় এবং তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে।
আরও পড়ুন: