সোমবার

২৮ এপ্রিল, ২০২৫
১৫ বৈশাখ, ১৪৩২
৩০ শাওয়াল, ১৪৪৬

কারিগরি শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ গড়ার কারিগর: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫ ১২:০৭

শেয়ার

কারিগরি শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ গড়ার কারিগর: শিক্ষা উপদেষ্টা
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার; ফাইল ছবি

কারিগরি শিক্ষার্থীরা হলো নতুন বাংলাদেশ গড়ার কারিগর। সুষ্ঠু পরিকল্পনা করে তাদের সম্পৃক্ত করতে পারলে দেশের ব্যাপক উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

সোমবার (২৮ এপ্রিল) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কারিগরি শিক্ষার মানোন্নয়ন, বৈশ্বিক প্রেক্ষাপটে সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

ড. সি আর আবরার বলেন, সমাজে সমতা আনার নিয়ামক হলো শিক্ষা। আর শিক্ষকতা পেশা হলো মহান ব্রত। তাই ছাত্রদের সাথে শিক্ষদের সুসম্পর্ক রেখে শিক্ষা কর্যক্রম পরিচালনার তাগিদ দেন তিনি। 

সাধারণ শিক্ষা ব্যবস্থায় কারিগরি নির্ভর পদ্ধতি নিয়ে আসার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি আরও বলেন, সবচেয়ে বড় কাজ হলো সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিভজ্ঞি পরিবর্তন করা। এসময় তিনি টেকনিক্যাল শিক্ষায় নারীর অংশগ্রহণ বৃদ্ধির উপর জোর দেন।

 

banner close
banner close