শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৫ রবিউল আউয়াল, ১৪৪৬

বাংলাদেশে ১৪ বছর পর আসছে পাকিস্তানি ব্যান্ড জাল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৪ ১৯:৩৪

শেয়ার

বাংলাদেশে ১৪ বছর পর আসছে পাকিস্তানি ব্যান্ড জাল
পাকিস্তানি জাল ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে পাকিস্তানি জনপ্রিয় ব্যান্ড 'জাল'। সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন জাল দ্য ব্যান্ডের ভোকালিস্ট গহর মমতাজ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ফেসবুকে একটি কনসার্টের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘হ্যালো বাংলাদেশ। শিগগিরই দেখা হচ্ছে।’

পাশাপাশি ওই পোস্টে বিস্তারিত জানার জন্য গেট সেট রকের ওয়েবসাইট লিংক শেয়ার করেন ‘সাজনি’খ্যাত এই গায়ক।

তাতে দেখা যায়, আগামী ২৭ সেপ্টেম্বর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ শিরোনামের কনসার্টে গাইবে জাল। সঙ্গে দেশের আরও কিছু ব্যান্ড পারফর্ম করবে। যদিও লাইনআপ এখনও চূড়ান্ত হয়নি।

কনসার্টটি আয়োজন করেছে অ্যাসেন বাজ, গেট সেট রক ও জিরকোনিয়াম। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়। এর আগে বিকেল ৫টায় ভেন্যুতে প্রবেশ শুরু শ্রোতাদের। 

জানা গেছে গেট সেট রকের ওয়েবসাইটে ইতিমধ্যে কনসার্টটির টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০ টাকা।

এ ছাড়া দেশের বন্যা দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় নিয়ে কনসার্টের বিষয়ে এখনই কথা বলতে চাইছেন না আয়োজকরা। শুধু জানালেন, আগামী কয়েক দিনের মধ্যেই বিস্তারিত জানানো হবে।

এর আগে প্রথমবারের মতো ২০১০ সালে ঢাকায় পারফর্ম করেছিল ব্যান্ডটি। এবার দীর্ঘ ১৪ বছর পর ভাঙছে সেই বিরতি।