শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

ওজন নিয়ে কটাক্ষের যে জবাব দিলেন ঐশ্বরিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৫৭

শেয়ার

ওজন নিয়ে কটাক্ষের যে জবাব দিলেন ঐশ্বরিয়া
ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি: সংগৃহীত

সন্তানধারণের পরে ওজন বৃদ্ধি পায় সৌন্দর্যের জন্য সারা বিশ্বে চর্চিত অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের। কিন্তু সেই সৌন্দর্যের প্রসঙ্গেই এক সময় তির্যক মন্তব্যের শিকার হত হয়েছে এই বলিউড অভিনেত্রীকে। এক সাক্ষাৎকারে কটাক্ষকারীদের বিষয়ে সোজা সাপটা জবাব দিয়েছিলেন তিনি।

২০১৫-র এক সাক্ষাৎকারে ‘বডিশেমিং’ নিয়ে কথা বলেছিলেন অভিনেত্রী। এই ধরনের কটাক্ষ তার উপর কোনো প্রভাব ফেলতে পারে নি বলেই জানিয়েছিলেন ঐশ্বরিয়া। তিনি বলেন, ‘আমি বিরক্ত হইনি। সাধারণত বাস্তবে যা ঘটে থাকে, আমি আমার কন্যার সঙ্গে সেইভাবেই সময় কাটাচ্ছিলাম কিন্তু মানুষ নাটকীয়তা পছন্দ করে। সাধারণ বিষয় হয়ত পছন্দ হয়নি।’

সন্তানধারণের পরে সাধারণত ওজন বৃদ্ধি হয়েই থাকে। অভিনেত্রীরা চান, সন্তান জন্মের পরই দ্রুত ওজন ঝরিয়ে ফেলে কাজে ফিরতে কিন্তু এই দৌড়ে ছিলেন না ঐশ্বরিয়া। এই বিষয়টিই উদ্বুদ্ধ করেছিল অন্য নারীদেরও। মাতৃত্ব পর্বে সাধারণ জীবনযাপনের জন্য তারা ঐশ্বরিয়াকে কুর্নিশ জানিয়েছিলেন। 

অভিনেত্রী সাক্ষাৎকারে জানান, বহু নারী ঐশ্বরিয়াকে সেই সময়ে বলেছিলেন, ‘আপনি আমাদের অনেকটা আত্মবিশ্বাস ও সাহস জুগিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।’

উল্লেখ্য, ২০০৬ সালে ‘উমরাও জান’ ছবির সময় ঐশ্বর্যার প্রেমে পড়েন অভিষেক বচ্চন। তারপরের বছরেই প্রেম পরিণতি পায়। ধুমধাম করে বিয়ে করেন তারা। ২০১১ সালে আরাধ্যা আসে তাদের সংসারে।

banner close
banner close