শুক্রবার

৪ এপ্রিল, ২০২৫
২০ চৈত্র, ১৪৩১
৬ শাওয়াল, ১৪৪৬

২০২৫ সালের অস্কারে মনোনয়ন পেল ‘লাপাতা লেডিস’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৫৯

শেয়ার

২০২৫ সালের অস্কারে মনোনয়ন পেল ‘লাপাতা লেডিস’
ছবি: সংগৃহীত

কিরণ রাও পরিচালিত ভারতীয় হিন্দি ভাষার সিনেমা ‘লাপাতা লেডিস’ সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র বিভাগে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হয়েছে। নীতানশি গোয়েল, স্পর্শ শ্রীবাস্তব, প্রতিভা রত্ন, ছায়া কদম এবং রবি কিষাণ অভিনীত ‘লাপাতা লেডিস’ দর্শকদের মুগ্ধ করেছে। দুই নববধূ হারিয়ে যাওয়ার মজাদার প্লট এবং অভিনেতাদের দুর্দান্ত অভিনয়ে ভক্তদের মন জিতে নেয় এটি।

‘লাপাতা লেডিজ’ এর ভক্তরা বলছেন ২০২৫ সালের কমেডি ড্রামা অস্কার হিসেবে এটি সেরা বাছাই।

সিনেমাটি অস্কারের জন্য নির্বাচিত হওয়ার পরে ইন্টারনেটে ভক্তরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। তাদের কেউ কেউ মনে করছেন অস্কারের জন্য ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ আরও যোগ্য বাছাই হতো।

পায়েল কাপাডিয়ার ড্রামা ফিল্ম ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’এর পরিবর্তে ‘লাপাতা লেডিস’কে বেছে নেয়ায় হতাশ কিছু নেটিজেনরা।

অস্কার ২০২৫ এর জন্য সিনেমাটি ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে এক ভক্ত টুইট করেছেন: ‘এটি সত্যিই দুঃখজনক। একটি সিনেমা যা অবশ্যই অস্কারের দাবিদার তার পরিবর্তে যখন ‘লাপাতা লেডিস’কে নির্বাচন করা হয়।’

আরেকজন লিখেছেন, ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’কে বেছে না নেয়া একটি অযৌক্তিক সিদ্ধান্ত। এটি এমন একটি চলচ্চিত্র যা কান গ্র্যান্ড প্রিক্স জিতেছে, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং ইতোমধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।’

banner close
banner close