শনিবার

২৮ সেপ্টেম্বর, ২০২৪
১৩ আশ্বিন, ১৪৩১
২৪ রবিউল আউয়াল, ১৪৪৬

প্রায় দেড় দশক পর আজ বাংলাদেশে গাইবে জাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৫২

শেয়ার

প্রায় দেড় দশক পর আজ বাংলাদেশে গাইবে জাল
দ্বিতীয় বারের মতো ঢাকায় গাইবে জাল। ফাইল ছবি

১৪ বছর পর আবারও ঢাকায় গাইবে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জাল। আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘আদাত’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে মঞ্চ মাতাবে দলটি।

শুক্রবার ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের এ কনসার্টে পারফর্ম করবে জাল। আয়োজকদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাল ব্যান্ডের সদস্যরা গত বুধবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে কনসার্ট নিয়ে একটি সংবাদ সম্মেলনে অংশ নেন তারা।

দ্বিতীয়বারের মতো বাংলাদেশে কনসার্ট করতে পেরে নিজেদের আনন্দের কথা জানান ব্যান্ডের সদস্যরা। শুক্রবার কনসার্টে ‘জাল’ ব্যান্ড তাদের প্রথম প্রকাশিত অ্যালবাম ‘আদাত’ এর ২০ বছর পূর্তি উদযাপন করবে। ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বর প্রকাশ পায় ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘আদাত’। অ্যালবামের উল্লেখযোগ্য গানগুলো হলো—‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যায়’। এ গানগুলো দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এর আগে ২০১০ সালে ঢাকায় পারফর্ম করেছিল ‘জাল’।

টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০ টাকা। শুক্রবার বিকেল ৫টায় খোলা হবে ভেন্যু। আয়োজন শুরু হবে বিকেল ৪টার দিকে। এর আগে বেলা ৩টায় গেট ওপেন হবে।

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের পাশে স্বদেশ প্রপার্টিজের অভ্যন্তরে ঢাকা অ্যারেনায় অনুষ্ঠিতব্য এ কনসার্টে আরও পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশন।