শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

যৌন হেনস্তা নিয়ে বিস্ফোরক মন্তব্য মল্লিকার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৪ ১৬:২৮

শেয়ার

যৌন হেনস্তা নিয়ে বিস্ফোরক মন্তব্য মল্লিকার
মল্লিকা শেরাওয়াত। ছবি: সংগৃহীত

আবেদনময়ী অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত গত কয়েক বছর বলিউড থেকে কিছুটা দূরেই আছেন। যদিও এক সময় ইমরান হাশমির সঙ্গে তার ঘনিষ্ঠ রসায়ন আলোড়ন তুলেছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের অন্দরের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন এক সময়ের হার্টথ্রব এ অভিনেত্রী।

মল্লিকার অভিযোগ, এক সহ-অভিনেতা তাকে যৌন হেনস্তা করেছিলেন। অতীতের কথা স্মরণ করে তুলে ধরলেন সেই ভয়াবহ ঘটনা। দুবাইয়ে একটি ছবির শ্যুটিংয়ের সময় এ ঘটনা ঘটেছিল বলে জানান অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে মল্লিকা বলেছেন, ‘একটা ঘটনা বলি। দুবাইয়ে একটি বড় মাপের ছবির শুটিং করছিলাম। একাধিক বড় তারকা ছিলেন ছবিতে। এই ছবি বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল। দর্শকের ছবিটি পছন্দ হয়েছিল। আমিও একটি মজার চরিত্রে অভিনয় করেছিলাম।’

এরপরই মল্লিকা বলেন, ‘দুবাইয়ের হোটেলে রোজ রাত বারোটায় আমার ঘরে এসে কড়া নাড়তেন ছবির নায়ক। কড়া নাড়ার এমন জোর ছিল, আমি ভাবতাম, দরজাটা বোধহয় ভেঙেই গেল। ওই নায়ক আমার শয়নকক্ষে আসতে চাইতেন। আমি জানতাম, এটা আমি কখনওই হতে দেব না। এর পরে ওই নায়ক আর আমার সঙ্গে কোনও কাজ করেননি।’

মল্লিকা সেই অভিনেতার নাম উল্লেখ করেননি। কিন্তু তার এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ছবির বর্ণনার ওপর নেটজেনরা অনুমান করছেন, ২০০৭-এর ছবি ‘ওয়েলকাম’ এর কথা বলেছেন অভিনেত্রী। সেখানে মুখ্য অভিনেতার চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। তাই নেটাগরিকের প্রশ্ন, অভিনেত্রী কি নাম উল্লেখ না করে অক্ষয়ের দিকেই আঙুল তুললেন?
 
এর আগে বহুবার বলিউডের কাস্টিং কাউচ কিংবা যৌন হেনস্থা নিয়ে সরব হয়েছেন মল্লিকা। আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এটা খুবই সোজা একটা হিসেব। ওরা এমন অভিনেত্রীকেই পছন্দ করে যাদেরকে ওরা কন্ট্রোল করতে পারবে, যারা নানা ধরনের সুযোগ দেবে। আমি তো ওরকম না। আমার ব্যক্তিত্বও ওরকম না। আমি নিজেকে কখনই কারও সন্তুষ্টির কারণ হতে পারব না।’
banner close
banner close