শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

এবার সোহানা সাবাকে ‘খালা শাশুড়ি’ বললেন শাওন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৪ ১৭:১০

শেয়ার

এবার সোহানা সাবাকে ‘খালা শাশুড়ি’ বললেন শাওন
কোলাজ: বাংলা এডিশন

কয়েকদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের পুরোনো স্ট্যাটাস একের পর এক নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার দিতে দেখা গেছে আলো আসবেই গ্রুপ কাণ্ডে ব্যাপক সমালোচিত অভিনেত্রী সোহানা সাবাকে। 

অনেকটা ‘খোঁচা’ দেয়ার মতোই স্ট্যাটাসগুলো শেয়ার করে বিভিন্ন মজার ক্যাপশন জুড়ে দিচ্ছেন এই অভিনেত্রী। যেখানে সোহানা সাবা উল্লেখ করেছেন, তিনি আজকাল আসিফ নজরুলের ‘ফ্যানগার্ল’ হয়ে গেছেন।

অন্যদিকে, মেহের আফরোজ শাওন প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী। হুমায়ূন আহমেদের প্রথম ঘরের সন্তান অভিনেত্রী শিলা আহমেদকে বিয়ে করেছেন আসিফ নজরুল। সেই দিক থেকে সম্পর্কে শাওনের জামাতা হন এই অধ্যাপক।

এরকমই এক পোস্টে মাত্র কদিন আগে সোহানা সাবাকে উদ্দেশ্য করে শাওন লেখেন, আমার মেয়ে জামাইয়ের দিকে চোখ দিবি না, খবরদার! 

সে কারণেই শনিবার দুপুরে শাওনকে উদ্দেশ্য করে আরেকটি স্ট্যাটাস দিতে দেখা যায় সোহানা সাবাকে। যেখানে এই অভিনেত্রী লেখেন, চীনের দুঃখ হোয়াংহো, আমার মেহের আফরোজ শাওন আপুর মেয়ের জামাই (আসিফ নজরুল) ওরফে স্যারের দুঃখ তার পুরোনো ফেসবুক স্ট্যাটাস। 

ওই পোস্টের মন্তব্যঘরে এসে শাওন আবার সোহানা সাবাকে মনে করিয়ে দেন, তুই কিন্তু খালা শাশুড়ি, হুমমম।

ব্যক্তিজীবনে সোহানা সাবা ও মেহের আফরোজ শাওন দুজনেই বেশ ভালো বন্ধু। সে জায়গা থেকেই নানা খুনসুটিতে মেতে ওঠেন দুই অভিনেত্রী। যা ভক্তরাও বেশ উপভোগ করেন আবার কখনো সমালোচনাতেও মেতে ওঠেন।

banner close
banner close