শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

মমতাজ, তারানা হালিম, শমী কায়সারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৪ ১৯:০৬

আপডেট: ৯ অক্টোবর, ২০২৪ ১৯:০৬

শেয়ার

মমতাজ, তারানা হালিম, শমী কায়সারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
মমতাজ বেগম, তারানা হালিম ও শমী কায়সার। কোলাজ: বাংলা এডিশন

দুই বছর আগে বিএনপি কর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রতিমন্ত্রী অভিনেত্রী তারানা হালিম, সাবেক সংসদ সদস্য সঙ্গীতশিল্পী মমতাজ বেগম, অভিনেত্রী শমী কায়সারসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে বাদী সৈয়দ হাসান মাহমুদ মামলার আবেদন করেন।

অভিযোগে বাদী বলেন, ২০১৯ সালের সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী ছিলেন তিনি। কিন্তু উপরোক্ত আসামিরা তাকে প্রচারণা চালাতে নিষেধ করেন। পরে ২০২২ সালের ২৫ জুন রামপুরা ব্রিজ থেকে তুলে নিয়ে অজানা জায়গায় রেখে নির্যাতন করে ২৯ জুন হাতিরঝিল এলাকায় ফেলে রাখা হয়।

মামলার অভিযোগ থেকে আরো জানা যায়, ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নূর হোসেনকে নিয়ে বিরূপ মন্তব্য করায় মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে ২০১৯ সালের ২১ নভেম্বর আদালতে মামলা করেন সৈয়দ হাসান মাহমুদ। আদালত মামলাটি আমলে না নিয়ে নথিভুক্ত করার আদেশ দেন। এতে ক্ষুব্ধ হয়ে তাকে প্রাণনাশের হুমকিসহ বাড়িঘরে হামলা চালানো হয়।

banner close
banner close