রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

সিনেমার নায়ক হিসেবে শাকিব খানকে চান শখ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৪ ১১:৩৩

শেয়ার

সিনেমার নায়ক হিসেবে শাকিব খানকে চান শখ
কোলাজ: বাংলা এডিশন

আনিকা কবির শখ জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। দীর্ঘ বিরতি কাটিয়ে আবার পর্দায় ফিরেছেন এই অভিনেত্রী। সম্প্রতি ‘অদ্ভুত পরিবার’ নামে এক ধারাবাহিকে কাজ শেষ করেছেন এই অভিনেত্রী।

এরপর থেকে আবারও চলে এলেন লাইমলাইটে। নিয়মিতই গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন এই নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বড় পর্দায় কাজ করা প্রসঙ্গে আলাপ করেন শখ। সেখানে ঠিক কার বিপরীতে নায়িকা হতে চান, সেটিও জানালেন।

শখ বলেন, আমি সিনেমায় অভিনয়ের জন্য অবশ্যই নায়ক হিসেবে শাকিব খানকে চাই। কারণ, শাকিব খান সুপারস্টার। এবং তার সাথে আমার এতবার পর্দা ভাগাভাগি হয়েছে, দর্শকরা অনেক পছন্দও করেছে, মনে হয় এবারও পছন্দ করবে, অন্য আঙ্গিকে। যদিও শাকিব খান  আমার প্রথম পছন্দ, তবুও শিল্পী হিসেবে আমি সবার সাথেই কাজ করতে চাই’

শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পা দেন আনিকা কবির শখ। এক সময় শোবিজে দর্শকপ্রিয় হন। মূলত, বিজ্ঞাপনের মডেল হয়ে তিনি জনপ্রিয়তা পান। এরপর বহু নাটক, টেলিফিল্মে দেখা গেছে তাকে। এছাড়া দুটি সিনেমায়ও কাজ করেছিলেন এই অভিনেত্রী।

 

 

banner close
banner close