রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

নাটকে আসছেন মেহজাবীনের ছোট বোন 'মালাইকা'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৪ ১০:৩১

শেয়ার

নাটকে আসছেন মেহজাবীনের ছোট বোন 'মালাইকা'
মালাইকা চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী এবার আসছেন অভিনয়ের দুনিয়ায়। মালাইকা চৌধুরী ইতোমধ্যে অভিনয় করছেন ‘সন্ধিক্ষণ’ নামের নাটকে। প্রথম নাটকের গল্পও লিখেছেন বোন মেহজাবীন চৌধুরী। নাট্য রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। মালাইকার বিপরীতে রয়েছেন ফারহান আহমেদ জোভান।

গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নাটকের শুটিং। মালাইকাকে নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেছেন, ‘মেহজাবীন যে গল্পটি দিয়েছেন, সেই গল্পে নতুন একজন মেয়ে হলে ভালো হবে বলে মনে হয়েছে আমার। সেই ভাবনা থেকেই মালাইকাকে নেয়া। তিনি বেশ পরিশ্রমী, অভিনয়টাও ভালো করছেন। আমার বিশ্বাস, দর্শকের মন জয় করতে পারবেন মালাইকা।’

নাটকে অভিষেক হওয়ায় বেশ উচ্ছ্বসিত মালাইকা চৌধুরী। তিনি বলেন, ‘শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়ার নির্মাণ—দুইয়ের সম্মিলন ঘটবে জেনে এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই অনেক সহযোগিতা করছেন আমাকে। আমার বিশ্বাস অভিনয় দিয়ে দর্শকের মন জয় করতে পারব আমি।’

নির্মাতা জানান, চলতি বছরেই সিনেমাওয়ালা ইউটিউব চ‍্যানেল ‘সন্ধিক্ষণ’ নাটকটি মুক্তি পাবে।

মালাইকা প্রথম কাজ করেন আদনান আল রাজিবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে।

banner close
banner close