দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা ‘রং ঢং’। আগামী ৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। নতুন এ সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক আহসান সারোয়ার।
সিনেমাটির প্রযোজক আহসান জুবায়ের। এ সিনেমার কাজ অনেক আগেই শেষ করা হয়। এরপর তৎকালীন সেন্সর বোর্ডের থেকে পায় ছাড়পত্রও।
‘রং ঢং’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফর রহমান জর্জ, স্বাধীন খসরু, ফারুক আহমেদ, শবনম পারভীন, এজাজুল ইসলাম, জামিল, প্রাণ রায়, অর্ণব খান, সোহেল মণ্ডল প্রমুখ।
ব্ল্যাকশাইন লিমিটেডের ব্যানারে নির্মিত এ সিনেমার সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু, পান্থ কানাই, মাহমুদুল হাসান রোমান্স, শামিম আলম বুলেট, তাসনুব। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, কিশোর, সুমিত, জামিল হোসেন, আদি।
সব প্রস্তুতি থাকলেও এতোদিন প্রেক্ষাগৃহে মুক্তির পথে হাঁটতে পারেনি সিনেমাটি। তবে এবার ‘রং ঢং’ হাঁটছে প্রেক্ষাগৃহে মুক্তির মিছিলে। চূড়ান্ত হয়েছে সিনেমাটি মুক্তির তারিখ।
প্রেক্ষাগৃহে মুক্তি প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক আহসান জুবায়ের জানান, আগামী ৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘রং ঢং’। সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি চলছে।