শনিবার

১৬ নভেম্বর, ২০২৪
২ অগ্রহায়ণ, ১৪৩১
১৫ জামাদিউল আউয়াল, ১৪৪৬

টম ক্রুজের চূড়ান্ত মিশন!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৪ ২১:১৯

শেয়ার

টম ক্রুজের চূড়ান্ত মিশন!
টম ক্রুজ | ছবি: সংগৃহীত

শ্বাসরুদ্ধকর মিশনে ফিরছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ! ‘মিশন: ইম্পসিবল’ সিরিজের অষ্টম সিনেমা মুক্তি পাচ্ছে ২০২৫ সালের ২৩ মে। নতুন পর্বের নাম ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’। সোমবার রাতে প্রকাশিত হয়েছে সিনেমাটির প্রথম ট্রেলার, যেখানে টম ক্রুজ আবারও দর্শকদের বিস্মিত করেছেন অসাধারণ স্টান্ট ও অ্যাকশনের মাধ্যমে।

তবে ‘মিশন: ইম্পসিবল এইট’ দিয়েই সম্ভবত শেষ হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি! গত বছর মুক্তি পাওয়া ‘মিশন: ইম্পসিবল’ সিনেমাটি বক্স অফিসে তেমন আয় করতে পারেনি, তবে দর্শকের আগ্রহ কমেনি। টম ক্রুজ মানেই দুর্দান্ত অ্যাকশন ও গল্পের অনন্য সংমিশ্রণ।

এবারও দর্শক আশা করছেন আগের সিনেমাগুলোর মতো দুর্দান্ত হবে ইথান হান্টের মিশন। কিন্তু কেন মনে করা হচ্ছে যে এই সিনেমার মাধ্যমে শেষ হচ্ছে ‘মিশন: ইম্পসিবল’?

কারণ মূলত অনেক। প্রথমত, এই সিরিজ আগের মতো দর্শকদের আগ্রহ টানতে পারছে না। প্রযুক্তির উন্নতির সঙ্গে অরিজিনাল অ্যাকশন সিনেমাগুলি কিছুটা পিছিয়ে পড়েছে।

সে কারণেই কিছুটা পিছিয়েছে ক্রুজের ‘মিশন: ইম্পসিবল’ও। তার ‘টপ গান’ আয় করেছিল বিলিয়ন ডলার, তবে তা মূলত নস্টালজিয়ার কারণে। ‘মিশন: ইম্পসিবল’ সিরিজে তা পাওয়া যায়নি। ২০ কোটি ডলারে নির্মিত ‘ডেড রেকনিং পার্ট ওয়ান’ আয় করেছে ৫০ কোটি ডলারের মতো, কিন্তু প্রত্যাশা ছিল আরও বেশি।

এবারের মিশন টমের শেষ মিশন হতে যাচ্ছে এমন ধারণার অন্যতম কারণ ‘ডেড রেকনিং পার্ট টু’র নাম বদলে ‘ফাইনাল রেকনিং’ রাখা। এছাড়া, টম ক্রুজের বয়সও একটি গুরুত্বপূর্ণ বিষয়; আরও দুই-তিন বছর পর তার জন্য বর্তমানের মতো স্টান্ট করা সম্ভব হবে না।

‘মিশন: ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’-এ আবারও পরিচালকের আসনে থাকছেন ক্রিস্টোফার ম্যাকুয়ের। প্যারামাউন্ট ও স্কাইডান্স তার ওপর ভরসা রেখেছে। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল এই বছরই, কিন্তু ব্যবসা, শুটিং ও নানা জটিলতার কারণে তা পেছানো হয়েছে। নতুন মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে ২০২৫ সালের ২৩ মে।