শনিবার

১৬ নভেম্বর, ২০২৪
২ অগ্রহায়ণ, ১৪৩১
১৫ জামাদিউল আউয়াল, ১৪৪৬

জানুয়ারিতে শুরু হচ্ছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৪ ১৬:৪৮

শেয়ার

জানুয়ারিতে শুরু হচ্ছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ‘বলী’ ও ‘ফাতিমা’। ছবি: সংগৃহীত

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী বছরের ১১ জানুয়ারি শুরু হয়ে চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। রেইনবো চলচ্চিত্র সংসদ সামাজিক মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। 

এ বছর চলচ্চিত্র বাছাই প্রক্রিয়া চলছে এবং বিভিন্ন বিভাগে নির্বাচিত চলচ্চিত্রগুলি ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির কারণে অনেক কিছু পুনর্বিবেচনা করতে হচ্ছে। তিনি বলেন, বিদ্যা বালান এবং কঙ্কনা সেন শর্মার মতো বিখ্যাত তারকাদের সঙ্গে আলোচনা হয়েছিল, তবে পরিস্থিতি বিবেচনায় তাদের উপস্থিতি সম্ভব নাও হতে পারে। এছাড়া, পৃষ্ঠপোষকদের কাছ থেকে তেমন আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না, তাই এবারের উৎসবটি সাদামাটা এবং সীমিত পরিসরে আয়োজন করতে হবে।

২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরমা বিভাগে এখন পর্যন্ত ৮টি চলচ্চিত্র চূড়ান্ত হয়েছে। এসব চলচ্চিত্রের মধ্যে রয়েছে কুসুম সিকদারের ‘শরতের জবা’, মেহেদী রনির ‘এখানে নোঙর’, ধ্রুব হাসানের ‘ফাতিমা’, নিয়ামুল হাসান মুক্তারের ‘রক্ত জবা’, ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’, তানভীর মুহাম্মদের ‘বাতাসের ফেনা’, বিপ্লব সরকারের ‘আগন্তুক’ এবং তৌফিক এলাহির ‘নীলপদ্ম’। এছাড়া, প্রায় ৪০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও প্রদর্শিত হবে এই উৎসবে।

এশিয়ান কম্পিটিশন বিভাগে এবার নির্বাচিত হয়েছে ড্রিমিং অ্যান্ড ডায়িং (ইন্দোনেশিয়া-সিঙ্গাপুর), হোয়েন দ্য ওয়ালনাট লিভস টার্ন ইয়েলো' (তুরস্ক), ডিল অ্যাট দ্য বর্ডার (কিরগিস্তান) সহ আরও কিছু চলচ্চিত্র।

স্পিরিচুয়াল বিভাগে প্রদর্শিত হবে কালাচক্র (রাশিয়া), রেইজ মি আ মেমোরি (এস্তোনিয়া), মন্টে ক্লারজিও (পর্তুগাল), আওয়ার মেমোরিজ (ফ্রান্স), আওয়ার মাদার (ইতালি) এবং অন্যান্য চলচ্চিত্র।

এ ছাড়াও সৃজিত মুখার্জি পরিচালিত চঞ্চল চৌধুরী অভিনীত ‘পদাতিক’ ছবিটি অংশ নেবে মূল প্রতিযোগিতা বিভাগে।

এবারও ভেন্যু হিসেবে জাতীয় জাদুঘরের পাশাপাশি থাকছে শিল্পকলা একাডেমি, রাশিয়ান সাংস্কৃতিককেন্দ্র ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন।