জনপ্রিয় নায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পুরোনো ভিডিও নিয়ে আলোচনা ও বিতর্কের মুখোমুখি হয়েছেন। ভিডিওটিতে মিমকে আতঙ্কিত অবস্থায় দেখা যায়, যা থেকে গুজব রটে যে, পার্লারের উদ্বোধনে গিয়ে তিনি উগ্রবাদীদের রোষানলে পড়েছেন। তবে মিম এই গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।
সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে মিম জানান, ভিডিওটি সামাজিক মাধ্যমে বেশ কিছুদিন ধরে ছড়ানো হচ্ছে এবং সেটি ভুলভাবে উপস্থাপন করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তিনি স্পষ্টভাবে বলেন, “আমি মবের শিকার হইনি বা আমাকে উদ্বোধনে কেউ বাধা দেয়নি। এমন কোনো ঘটনা ঘটেনি।
মিম ব্যাখ্যা করেন যে, ঘটনাটি আসলে দুই মাস আগে ঘটে। একটি জুয়েলারি শোরুম উদ্বোধনের সময় হঠাৎ ক্যামেরা বিস্ফোরিত হয়ে ধোঁয়া সৃষ্টি হয়, যা উপস্থিত সবাইকে ভীত করে তোলে।
মিম বলেন, তখন মনে হয়েছিল আগুন ধরে গেছে। কিন্তু পরে জানা যায়, এটি ছিল ক্যামেরার বিস্ফোরণ। সেখান থেকেই গুজব ছড়ায়।
তিনি আরও জানান, সামাজিক মাধ্যমে এই ঘটনাকে বিকৃত করে মব অ্যাটাকের ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে, যা তাকে বিব্রত করছে। গুজব ছড়ানোর এই প্রবণতা অত্যন্ত দুঃখজনক এবং এটি অনভিপ্রেত বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, এর আগে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও একটি শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে বাধার মুখে পড়েছিলেন। তবে সেই ঘটনার কারণ নিয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
মেহজাবীন বলেছিলেন, এ বিষয়ে বিস্তারিত ম্যানেজমেন্টই বলতে পারবে।
এ ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মিম।
আরও পড়ুন: