কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কলকাতার সিনেমা ‘বহুরূপী’। মুক্তির পর সেখানে দর্শক সাড়ার পাশাপাশি ব্যবসাও করছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এ সিনেমাটি। সিনেমাটির সাফল্যের পর নির্মাতা ও সিনেমার টিমকে অভিনন্দন জানিয়েছিলেন ইমপ্রেস টেলিফিল্মস।
সেসময় এমন কথা জানিয়ে শিবপ্রসাদ ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, ‘বহুরূপীর প্রথম অভিনন্দন স্মারক এল প্রতিবেশী বন্ধু রাষ্ট্র বাংলাদেশ থেকে। ধন্যবাদ ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। ধন্যবাদ চ্যানেল আই। সাগরভাই (ফরিদুর রেজা সাগর) কে আমার ও পুরো বহুরূপী টিমের প্রণাম ও শুভেচ্ছা।’
কলকাতার পর সিনেমাটি বাংলাদেশেও মুক্তির কথা ছিল। কিন্তু আপাতত সেটি আটকে রয়েছে। এই বিষয়ে সিনেমাটির প্রযোজনা সংস্থা উইনডোজ প্রডাকশন বলছে, ‘এক দেশ থেকে আরেক দেশে মুক্তির বিষয়, তাই প্রক্রিয়াকরণের কিছু সমস্যার কারণে আটকে রয়েছে। সেটা মিটে গেলেই বহুরূপী বাংলাদেশেও মুক্তি পাবে। পুষ্পা-২ আর বহুরূপী এই দুটি ছবিরই সেদেশে মুক্তি পাওয়ার কথা। দুটিই একই কারণে আটকে রয়েছে। এছাড়া আর কোনও বিষয় নেই।’
‘বহুরূপী’র পাশাপাশি দেশে মুক্তির কথা ছিল দক্ষিণের আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ সিনেমাটিও। সিনেমাটির মুক্তি নিয়ে এখানে দর্শক উত্তেজনাও ছিল তুঙ্গে। তবে দুটি সিনেমারই মুক্তি আটকে আছে বলে জানা গেছে।
গত রবিবার পাটনার গান্ধী ময়দানে এক বিশাল আয়োজনের মধ্য দিয়ে ‘পুষ্পা টু’ ট্রেলার লঞ্চ করা হয়। সেদিন এই অনুষ্ঠানে আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানাকে এক ঝলক দেখার জন্য বহু দূর থেকে এসে ভিড় জমিয়েছিলেন অগণিত মানুষ। আর তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বের চলে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠি চার্জ করতে বাধ্য হয়।
গেল মাসে অর্থাৎ ৮ অক্টোবর কলকাতায় মুক্তি পায় ‘বহুরূপী’। এতে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী প্রমুখ। এখন পর্যন্ত সিনেমাটি ভারতে ১৫ কোটির ব্যবসা করেছে। রবিবার পর্যন্ত টলি বাংলা বক্স অফিসের রিপোর্ট অনুসারে 'বহুরূপী'র এই মুহূর্তে ২৮টি শো অলমোস্ট ফুল, আর ১টি হাউস ফুল শো রয়েছে।
অন্যদিকে সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ৫ ডিসেম্বর। আল্লু-রাশমিকা ছাড়া এতে আরও অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। সিনেমাটিতে অভিনয়ের জন্য সর্বোচ্চ ৩০০ কোটি পারিশ্রমিক নিয়েছেন আল্লু অর্জুন, যা রীতিমতো রেকর্ড।
আরও পড়ুন: