শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

ফেলানী যখন কাঁটাতারে ঝুলছিল, কিসের অবমাননা হচ্ছিল তখন : প্রশ্ন কবীর সুমনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৪ ১০:৪৩

শেয়ার

ফেলানী যখন কাঁটাতারে ঝুলছিল, কিসের অবমাননা হচ্ছিল তখন : প্রশ্ন কবীর সুমনের
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী কবীর সুমন। গানের পাশাপাশি তিনি সমাজের ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। বাদ যায় না বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিও। তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়েও বারবারই সরব।

নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বাংলাদেশের নানা ঘটনা নিয়ে নিজের মত দেন। কখনো সমসাময়িক পরিস্থিতি নিয়ে লিখেছেনকখনো–বা সেটা তুলে ধরেন গানের লাইনে। এমনকি জুলাইয়ের অভ্যুত্থান–পরবর্তী সময়েও নানা বিষয় নিয়েও কথা বলেছেন তিনি।

শেখ হাসিনা পতন আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন তিনি। সর্বদা শিক্ষার্থীদের দাবি আদায়ের সঙ্গে পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন।

ওপার বাংলার কবিগীতিকার ও নির্মাতা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনাসমালোচনা। যে কবিতায় তিনি বাংলাদেশিদের ভারতীয় পতাকার অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ করেন।

শ্রীজাতের কবিতায় সরাসরি না লিখলেও বোঝা যাচ্ছেতিনি কবিতাটি লিখেছেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে। শ্রীজাতের ওই কবিতার প্রতিবাদে বাংলাদেশের অনেক লেখককবি ও শিল্পী এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।

ঠিক একইভাবে এক পোস্টে কবীর সুমন শ্রীজাতকে ইঙ্গিত করে লিখেছেন, ‘সীমান্তের কাঁটাতারবেড়া থেকে ফেলানী যখন ঝুলছিলেনকিসের কার অবমাননা হচ্ছিল তখন?’ সুমন এই লেখায় কারও নাম নেননি তবে অনেকেই মনে করছেন তিনি মূলত এটি লিখেছেন শ্রীজাতকে উদ্দেশ্য করেই। পোস্টের মন্তব্যের ঘরে সেটা লিখেছেন অনেক অনুসারী।

banner close
banner close