শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য ঢাকায় গান গাইবেন রাহাত ফতেহ আলী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৪ ১১:৩৩

শেয়ার

জুলাই অভ্যুত্থানে আহতদের জন্য ঢাকায় গান গাইবেন রাহাত ফতেহ আলী
ছবি: সংগৃহীত

ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত ফতেহ আলি খান। দেশে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র- জনতার জুলাই অভুথ্থানে আহত ও নিহতদের পরিবারের সহায়তায় ঢাকার একটি কনসার্টে গান গাইতে আসবেন তিনি।

ছাত্র- জনতার জুলাই অভ্যু্ত্থানে আহত ও নিহতদের সহায়তায় চ্যারিটি শোটির শিরোনাম ‘ইকোস অব রেভ্যুলেশন’ । এ কনসার্টটির আয়োজন করেছে ‘স্পিরিটস অফ জুলাই’। এ কনসার্টের টাইটেল স্পন্সর হিসেবে থাকবে প্রাইম ব্যাংক।

এ মঞ্চেই গান গাইবেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক রাহাত। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
 
জানা যায়, আহত ও নিহত পরিবারদের সাহায্যার্থে বিনা পারিশ্রমিকে ঢাকায় গান গাইবেন রাহাত। কনসার্ট থেকে টিকিট বিক্রির আয় শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তরা।
 
আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভ্যুলেশন’ শিরোনামে চ্যারিটি কনসার্টটির আয়োজন করা হবে।
banner close
banner close