শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

বাসায় চুরি, থানায় ছুটলেন ওমর সানী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৪ ১৭:৩৭

শেয়ার

বাসায় চুরি, থানায় ছুটলেন ওমর সানী
ওমর সানী।ছবি: সংগৃহীত

চিত্রনায়ক ওমর সানীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। টাকাসহ তিনটি মোবাইল ফোনসেট চুরি হয়েছে। এ ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিনেতা। গতকাল সোমবার ঘটনাটি ঘটে।

ওমর সানী জানান, গতকাল সোমবার সকাল হাঁটতে বেরিয়েছিলেন তিনি। মিনিট ৪০ হাঁটাহাঁটির পর বাসায় ফিরে দেখেন তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনসেট, ২২ হাজার টাকা এবং তার সহকারীর একটি দামি ফোনসেট চুরি হয়ে গেছে।

তিনি বলেন, ‌‘সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আমি মর্নিং ওয়ার্কে বের হই। এরপর হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরে ড্রয়িংরুমে এসে দেখি আমার স্যামসাং এস টোয়েন্টি আল্ট্রা এবং আরেকটি অপ্পো ফোন নেই।

ড্রয়ারে ২২ হাজার টাকা ছিল, সেটিও নেই। আমার পিএস আরিফ জানায়, তার ব্যবহৃত ইনফিনিকস মোবাইল ফোনটিও চুরি হয়েছে।’

ওমর সানী ধারণা করছেন, মর্নিং ওয়ার্কে যাওয়ার পর সুযোগ বুঝে চোর বাসায় প্রবেশ করে এবং তিনটি মোবাইল ফোনসেট ও ২২ হাজার টাকা হাতিয়ে নেয়। যেহেতু চুরি যাওয়া ফোনগুলোর আইএমইআইসহ সব তথ্যই পুলিশকে দেওয়া হয়েছে, তাই শিগগিরই চোরদের খুঁজে বের করা সম্ভব বলেও মনে করেন এ চিত্রনায়ক।

ঘটনার দিনই অভিযোগ জানাতে ভাটারা থানায় উপস্থিত হন তিনি। করেছেন সাধারণ ডায়েরিও (জিডি)।

banner close
banner close