বৃহস্পতিবার

৫ ডিসেম্বর, ২০২৪
২০ অগ্রহায়ণ, ১৪৩১
০৩ জামাদিউছ ছানি, ১৪৪৬

ভারতীয় মঞ্চে ঢাকাই জামদানিতে জয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৪ ১৩:১২

শেয়ার

ভারতীয় মঞ্চে ঢাকাই জামদানিতে জয়া
কোলাজ: বাংলা এডিশন

ঢাকার ঐতিহ্যবাহী জামদানি পরে ভারতের মঞ্চে উঠেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জামদানিকে ব্যতিক্রম নকশায় গায়ে চড়িয়েছেন এই অভিনেত্রী। ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড-২০২৪’-এ তিনি পেয়েছেন বিশেষ পুরস্কারও।

ফেসবুকে জয়া লিখেছেন, ‘আমি যে সংস্কৃতি ধারণ করি, কোনো অনুষ্ঠানে গেলে তা উপস্থাপন করার চেষ্টা করি। একজন শিল্পী হিসেবে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশি ঢাকাই জামদানি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস। এবার আমি জামদানি শাড়ির গতানুগতিক উপস্থাপনের ধরনটি ভাঙতে চেয়েছি। এটি করার জন্য ফিল্মফেয়ারের চেয়ে ভালো আর কোনো জায়গা নেই বলে আমি মনে করি।’

জয়া আরও লেখেন, ‘এখানে খ্যাতিমান শিল্পীদের সাথে দেখা করার সুযোগ হয়। এখানে অংশগ্রহণ করতে পারাকে সৌভাগ্যের বিষয় বলে আমি মনে করি। ধন্যবাদ, ফিল্মফেয়ার কর্তৃপক্ষকে।’

২০২৪ সালের ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছে জয়া অভিনীত ‘কড়ক সিং’। তবে তিনি কোনো পুরস্কারের জন্য মনোনীত হননি। ‘কড়ক সিং’সিনেমাটি গত বছর ডিসেম্বরে মুক্তি পেয়েছিল। থ্রিলার ঘরানার এ সিনেমা নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী।

এতে বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী জয়ার সহশিল্পী ছিলেন। নিজে মনোনয়ন না পেলেও ‘কড়ক সিং’-এর মনোনয়নের খবর ফেসবুকে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ অভিনেত্রী।