রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

মারা গেছেন অভিনেত্রী অঞ্জনা রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৫ ০৯:১৭

শেয়ার

মারা গেছেন অভিনেত্রী অঞ্জনা রহমান
ছবি: সংগৃহীত

না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। শুক্রবার দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

অঞ্জনার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

বিএসএমএমইউতে বিগত তিন দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন অঞ্জনা। শনিবার সকাল ১১টায় এফডিসিতে অঞ্জনার নামাজে জানাজা হবে।

টানা ১০ দিন অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন অঞ্জনা রহমান। কিন্তু আশানুরূপ কোনো উন্নতি না হওয়ায় বুধবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।

অঞ্জনা একাধারে অভিনেত্রী ও নৃত্যশিল্পী। সিনেমায় কাজ না করলেও তাকে নিয়মিত পাওয়া যায় চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে। তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।

banner close
banner close