রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

শুটিংয়ের সময় আহত অর্জুন কাপুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৫ ২০:৫৭

শেয়ার

শুটিংয়ের সময় আহত অর্জুন কাপুর
অর্জুন কাপুর। ছবি: সংগৃহীত

ছুরিকাঘাতে আহত সাইফ আলি খানের পর নতুন করে অঘটনের মুখে বলিউড। এবার শুটিংয়ের সময় ছাদ ভেঙে পড়ে আহত হলেন অর্জুন কাপুর।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, শনিবার মুম্বাইয়ের ইম্পেরিয়াল প্যালাসে শুটিং করার সময় ছাদের অংশ ভেঙে শরীরে পড়লে আহত হন অর্জুন। নতুন সিনেমা ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র গানের দৃশ্য শুটিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অর্জু কাপুরের কনুই এবং মাথায় আঘাত পেয়েছেন।

দুর্ঘটনা প্রসঙ্গে ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’-এর অশোক দুবে সংবাদমাধ্যমকে বলেন, যে বাড়িতে শুটিং হচ্ছিল সেটি বেশ পুরনো।

বেশ কিছুদিন টানা শুটিং হওয়ায় শব্দের কম্পনে বাড়িটি নড়বড়ে হয়ে পড়ে বলে ধারনা করা হচ্ছে। আর এতেই ঘটে বিপত্তি।

জানা যায়, শুধু অর্জুন একা নন, নায়কের সঙ্গে থাকা অনেকেই এ দুর্ঘটনায় আহত হন। সে তালিকায় সিনেমাটির পরিচালক, প্রযোজক, চিত্রগ্রাহক, সহ-চিত্রগ্রাহক ও কলাকুশলীরাও আছেন।

তবে কারোরই চোট গুরুতর নয় বলে জানিয়েছেন অশোক দুবে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সিনেমাটির গানের নৃত্যপরিচালক বিজয় গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, আমরা গানের শুটিং করছিলাম। এমন সময় ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে। ভাগ্য ভালো যে পুরো ছাদ ভেঙে পড়েনি। পুরো ছাদ ভেঙে পড়লে সবাই গুরুতরভাবে আহত হতো।

banner close
banner close