রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

আগের সরকারের ভয়ে এখনও অনেকে কাজে ডাকেন না: অভিযোগ নওশাবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৫ ১০:০২

শেয়ার

আগের সরকারের ভয়ে এখনও অনেকে কাজে ডাকেন না:  অভিযোগ নওশাবার
ছবি: সংগৃহীত

২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছিল শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন বিনোদন অঙ্গনের অনেকে। অভিনেত্রী কাজী নওশাবা আহমেদও ছিলেন এই আন্দোলনে। 

সেসময় আন্দোলন নিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিওবার্তা দেওয়ায় গ্রেফতার করা হয়েছিল তাকে। একুশ দিন বন্দি ছিলেন তিনি। এরপর জামিনে মুক্তি লাভ করলেও বাইরের পৃথিবীটা নরক হয়েছিল তার জন্য। নাম ওঠে কালোতালিকায়ও। নওশাবার দাবি এখনও কালোতালিকাভূক্তই আছেন অভিনেত্রী।

নওশাবা মনে করেন, আগের সরকারের ভয়ে এখনও অনেকেই তাকে কাজে ডাকেন না। সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এখনও কালোতালিকায় আছি। কারণ, কেউ আমাকে কাজে নিচ্ছেন না। এত কাজ হচ্ছে কিন্তু আমাকে নিতে চান না ভয়ে। অডিশন দিয়েই কাজ করতে চাই। তা–ও হচ্ছে না। অভিনয় শিখেপড়ে আর কত পরীক্ষা দেব জানি না।’

‘টুগেদার উই ক্যান’নামে একটি প্ল্যাটফর্ম রয়েছে নওশাবার। এই প্ল্যাটফর্ম থেকে শিশু, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নানা সচেতনতামূলক বক্তব্য শিল্পের মাধ্যমে তুলে ধরেন। বর্তমানে প্ল্যাটফর্মটি ঘিরেই তার যত ব্যস্ততা। 

banner close
banner close