রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

হলিউডে না যাওয়ার কারণ জানালেন শিল্পা শেঠি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৫ ১১:২২

শেয়ার

হলিউডে না যাওয়ার কারণ জানালেন শিল্পা শেঠি
কোলাজ: বাংলা এডিশন

বড় পর্দায় শিল্পাকে তেমনভাবে এখন দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে শিল্পা শেঠির ব্যক্তিগত জীবন সম্পর্কে মোটামুটি ওয়াকিবহল সকলে। শরীর চর্চা এবং যোগা করার পরে দিনের বেশিরভাগ সময়ে পরিবারকে দিতেই পছন্দ করেন তিনি। তবে যেখানে আর পাঁচ জন বলিউড অভিনেত্রী হলিউডে যাওয়ার সুযোগ হাতছাড়া করেন না, সেখানে এক সময় সুযোগ থাকা সত্ত্বেও কেন হলিউডে যাননি শিল্পা? 

৪৯ বছর বয়সী শিল্পা সম্প্রতি লন্ডনে নববর্ষ কাটিয়ে ফিরে এসেছেন দেশে। মকর সংক্রান্তি এবং লোহরি উৎসব কাটিয়েছেন পরিবারের সঙ্গে। তবে পরিবারের পাশাপাশি মোটামুটি এখন কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন শিল্পা। ‘কেডি-দ্য ডেভিল’ নামক একটি কন্নড় সিনেমায় কাজ করতে দেখা যাবে শিল্পাকে। এই সিনেমার হাত ধরেই প্রথম বলিউডের বাইরে কাজ করবেন তিনি।

কন্নড় সিনেমায় যখন তিনি কাজ করছেন, তাহলে কেন একসময় সুযোগ থাকলেও হলিউডে যাননি তিনি? কেন ২০০৭ সালে বিগ ব্রাদার সিজন ৫ জেতার পরেও হলিউডে কাজ করার হাতছানি উপেক্ষা করেছিলেন তিনি? হলিউডে কাজ করার প্রসঙ্গে প্রশ্ন করায় হেসে শিল্পা বলেন, ‘আমি মনে করি আমি অত্যন্ত উচ্চাভিলাসী নই। আমার মনে হয়নি, তাই আমি যাইনি।’

তিনি আরও বলেন, ‘আমি আমার জীবনের প্রত্যেকটি মুহূর্ত উপভোগ করছি। আমি যা পরিশ্রম করেছি, যা অর্জন করেছি তাতে আমি ভীষণ সন্তুষ্ট। তাই আমি মনে করি না যে হলিউডে অডিশন দেওয়ার কোনও প্রয়োজন ছিল আমার। বলিউডে কাজ করি আমি খুবই সন্তুষ্ট।’

পরিবার প্রসঙ্গে কথা বলতে গিয়ে শিল্পা বলেন, ‘আমার কাজের পাশাপাশি আমার পরিবারকেও আমায় সময় দিতে হয়। আমি যদি হলিউডে কাজ করতাম তাহলে ছেলেমেয়েকে সময় দিতে পারতাম না। এটা আমি চাইনি। এতদিন ওদের ছাড়া থাক আমার পক্ষে সম্ভব না। তাই আমার কাছে যেটুকু রয়েছে তাতেই আমি ভীষণ খুশি।’ 

প্রসঙ্গত, ২০২১ সালের জুলাই মাসে পর্নোগ্রাফি ছবি বানানোর অপরাধে যখন রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করা হয়, তখন স্বামীর পাশে দাঁড়িয়ে ছিলেন শিল্পা। পরিবারের সমস্ত খারাপ সময়ে শিল্পা যে সব সময় থাকেন, এই ঘটনা থেকেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল। তাই একজন দুর্দান্ত অভিনেত্রী হওয়ার পাশাপাশি শিল্পায় একজন ভালো স্ত্রী এবং সুপার মম।

banner close
banner close