রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

আইটেম গানে নেচে মায়ের হাতে চড় খেয়েছি: ববি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৫ ১১:৪৪

শেয়ার

আইটেম গানে নেচে মায়ের হাতে চড় খেয়েছি: ববি
কোলাজ: বাংলা এডিশন

এক যুগেরও বেশি সময় ধরে ঢাকাই চলচ্চিত্রে দাপিয়ে বেড়াচ্ছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। মেগাস্টার শাকিব খানের সঙ্গে সিনেমা করে দর্শকদের নজরে আসেন তিনি। বিভিন্ন ধরনের অ্যাকশন ও রোমান্টিক ছবিতে অভিনয় করেছেন এই নায়িকা। তবে তার শুরুটা মডেলিং দিয়ে হলেও, বর্তমানে বড় পর্দাতেই তার ব্যস্ততা।

বর্তমানে ববির পরিচিতি লেডি অ্যাকশন স্টার হিসেবে কিংবা বিজলি চরিত্রে। তবে তার ক্যারিয়ারের এই অবস্থানে আসতে যে পথে হেঁটেছেন, তা মোটেও সহজ ছিল না। ইন্ডাস্ট্রিতে নানা বাধা ও প্রতিকূলতার মধ্যে দিয়ে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। এমনকি তার পাশে ছিল না কোনো পারিবারিক সহায়তাও।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ববি তার ক্যারিয়ারের একাধিক আক্ষেপ শেয়ার করেছেন। নায়িকা জানান, তার বাবার পছন্দের কিছু সিনেমা এখনও করা হয়নি, যার কারণে তিনি আক্ষেপ অনুভব করেন। তিনি আরও বলেন, তার মা কখনোই সিনেমায় কাজ করতে দিতে চাননি। কারণ তার মা মনে করতেন, সিনেমায় কাজ করলে অভিভাবক হিসেবে সম্মানহানি হবে। ফলস্বরূপ, ববির মা দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

ববি তার ক্যারিয়ার নিয়ে বলেন, ‘আমি বাবার সঙ্গে অনেক ছবি দেখে বড় হয়েছি, যেমন দীপু নম্বর টু, শাবানা আজমির আর্ট, উত্তম সুচিত্রার ছবি। এই ছবিগুলোর প্রতি বাবার বিশেষ আগ্রহ ছিল। আমি চাচ্ছি এখনও কিছু কাজ করব। অনেকে বলেন আমি সাকসেসফুল হিরোইন- এখন অন্যকিছুর চেষ্টা করো।  কিন্তু আমার মনে যে খিদা রয়ে গেছে, আমি কিছু গল্প করতে চাই আমার বাবার জন্য।’

তিনি আরও বলেন, ‘আমার ছবি দর্শকরা পছন্দ করেছে, আমি এর জন্য শ্রদ্ধা জানাই। কিন্তু আমি পরে বুঝতে পেরেছি, কমার্শিয়াল ছবির বাজারে থাকতে হয়। আমি কাজ করেছি, চুপচাপ নিজের মতো করে। তবে আমি ইন্ডাস্ট্রিতে এমন সময় এসেছি, যেখানে পরিবার থেকে কোনো ধরনের সমর্থন পাইনি, এটা খুব কঠিন ছিল।’

ক্যারিয়ারের শুরুর দিকে পরিবারের সঙ্গে তার সম্পর্কের যে টানাপোড়েন ছিল, সেটি তুলে ধরে ববি বলেন, ‘একসময় আমি অনেক খারাপ সময় পার করেছি। মা ও আমি অনেক ঝগড়া করেছি, যা ভাষায় প্রকাশ করা যায় না। একদিন আমি কিছু গহনা, ক্রেস্ট ও ক্যাশ বাসায় এনে দিয়েছিলাম, মা সেগুলো দেখে সব ছুঁড়ে ফেলেন। এমনকি, একদিন আমি আইটেম গানে শুটিং করে বাসায় ফিরে চড়ও খেয়েছি।’

banner close
banner close