রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

বছরের প্রথম উন্মুক্ত কনসার্টে গাইবেন জেমস, সঙ্গে ৭ ব্যান্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৫ ১২:৩৬

শেয়ার

বছরের প্রথম উন্মুক্ত কনসার্টে গাইবেন জেমস, সঙ্গে ৭ ব্যান্ড
ছবি: সংগৃহীত

ব্যান্ডের শহর বলা হয় চট্টগ্রামকে। দেশের ব্যান্ড সংগীতের অনেক কালজয়ী ব্যান্ডের জন্ম সেখানকার শিল্পীদের হাত ধরে। ব্যান্ডের অনেক নায়ক-মহানায়কেরা উঠে এসেছেন বীর চট্টলার বুক থেকে। যে কোনো কনসার্ট হলেও সেখানে দেখা যায় শ্রোতা-দর্শকের উপচে পড়া ভিড়। সেই চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন বছরের প্রথম উন্মুক্ত কনসার্ট।

চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট ২০২৫ ‘গালা নাইট কনসার্ট’ শীর্ষক আয়োজনটিতে গাইবে দেশের আটটি ব্যান্ড। আর সেখানে মধ্যমনি হয়ে উপস্থিত হবেন ‘নগর বাউল’ তারকা মাহফুজ আনাম জেমস। আয়োজক জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ব্যান্ডটির পক্ষ থেকেও জানানো হয়েছে জেমসের পরিবেশনার কথা।

কনসার্টকে কেন্দ্র করে এরই মধ্যে শুরু হয়েছে অনলাইন প্রচারণা। জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে জানানো হয়, ফৌজদারহাট ডিসি পার্কে চলমান মাসব্যাপী ফুল উৎসবের সমাপনী উপলক্ষে আগামী ৬ ফেব্রুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে গালা নাইট কনসার্টটি। সেখানে অংশ নেবেন জেমস ও তার দল।

আরও গাইবে শিরোনামহীন, আর্টসেল, লালন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদ ও তেরোন্দাজ।

ন্মুক্ত এ কনসার্টে আসা শ্রোতাদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন আয়োজকরা।

এ কনসার্টের প্রধান আকর্ষণ জেমদের দল ‘নগরবাউল’র মুখপাত্র রবিন ঠাকুর বলেন, ‘চট্টগ্রামের সঙ্গে আমাদের সম্পর্কটা গভীর আবেগের। সেখান থেকে আমন্ত্রণ আসলে ছুটে যেতেই হয়। চট্টগ্রামের শ্রোতাদের সামনে সবসময় নগরবাউল শ্রোতাদের জন্য নিজেদের উজাড় করে দেয়। এবারও তার ব্যতিক্রম হবে না।’

 

banner close
banner close