রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

জামিন পেলেন পরীমণি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৫ ১০:৩৭

আপডেট: ২৭ জানুয়ারি, ২০২৫ ১০:৩৮

শেয়ার

জামিন পেলেন পরীমণি
ছবি: সংগৃহীত

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যাচেষ্টা ও মারধরের মামলায় জামিন পেয়েছেন আলোচিত অভিনেত্রী পরীমনি।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জামিন পান।

এর আগে, মারধরের মামলায় জামিন নিতে আদালতে হাজির হন আলোচিত অভিনেত্রী পরীমনি।

সকাল ১০টায় তিনি তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর সাথে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালতে হাজির হন। কিছুক্ষণের মধ্যেই তার জামিন বিষয়ে শুনানি হয়। 

মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে অভিনেত্রী পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় চার্জগঠন করে রোববার বিচার শুরুর আদেশ দেন আদালত। চার্জগঠন বিষয়ে শুনানির দিনে আদালতে অনুপস্থিত থাকায় ওইদিন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

আগামী ২০ মার্চ মামলাটি সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য আছে।

banner close
banner close