রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

এবার বাংলা সিনেমায় 'টিপ টিপ বরসা পানির' রাভিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৫ ১৩:০৮

শেয়ার

এবার বাংলা সিনেমায় 'টিপ টিপ বরসা পানির' রাভিনা
কোলাজ: বাংলা এডিশন

নব্বই দশকের অন্যতম সুপারহিট নায়িকা রাভিনা ট্যান্ডন। মাঝে বেশ লম্বা একটা সময় অভিনয় থেকে দূরে ছিলেন। এরপর বিরতি কাটিয়ে ফের নিয়মিত হন এই অভিনেত্রী।

 শোনা যাচ্ছে, দীর্ঘদিন পর বাংলা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন রাভিনা। ইতিমধ্যে নির্মাতার প্রস্তাবে নাকি প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছেন অভিনেত্রী। যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে প্রায় ১৫ বছর পর বাংলা সিনেমায় দেখা যাবে রাভিনাকে। এই মুহূর্তে ‘বানসারা’ ছবিটির শুটিংয়ে ব্যস্ত পরিচালক আতিউল ইসলাম। পুরুলিয়ার প্রেক্ষাপটে মাফিয়া এবং পুলিশের টক্কর নিয়ে নির্মিত হবে সিনেমাটি। তার মধ্যে রয়েছে কিছু অতিলৌকিক ঘটনা। এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত এবং অপরাজিতা আঢ্য। সূত্রের খবর, সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্য রাভিনা ট্যান্ডনকে প্রস্তাব দিয়েছেন নির্মাতা। চরিত্রটি একজন ক্ষুরধার রাজনীতিকের। শোনা যাচ্ছে, ছবির কলকাতা পর্বের শুটিংয়ে তিনি উপস্থিত থাকতে পারেন। 

বিষয়টির সত্যতা স্বীকার করে পরিচালক ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি এখনও প্রাথমিক স্তরে রয়েছে। ছবিটা খুবই বড় আকারে তৈরি হচ্ছে বলেই আমরা রাভিনার কথা ভেবেছি।’ এরপর তিনি জানান, রাভিনার সঙ্গে তিনি ইতিমধ্যেই যোগাযোগ করেছেন। ভিডিও কলে এই ছবি নিয়ে দু’পক্ষের আলোচনাও হয়েছে। আতিউলের কথায়, ‘চিত্রনাট্য উনার পছন্দ হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। তিনি রাজি হলে, কলকাতায় শুটিংয়ে যোগ দেবেন।’

banner close
banner close