রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

এবার নিজের প্রেমের কথা স্বীকার করলেন রাশমিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৫ ১২:০১

শেয়ার

এবার নিজের প্রেমের কথা স্বীকার করলেন রাশমিকা
কোলাজ: বাংলা এডিশন

ভারতের জাতীয় ক্রাশ বলা হয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানাকে। এই মুহূর্তে তিনি নির্মাতাদের পছন্দের শীর্ষ তালিকায়। এ নায়িকা প্রেম করছেন, দীর্ঘদিন ধরে এমন গুঞ্জন শোনা যাচ্ছে।

কার সঙ্গে প্রেম করছেন রাশমিকা এ প্রসঙ্গে তার অনুরাগীরা জানার জন্য মুখিয়ে ছিলেন। তবে এবার অনুরাগীদের কৌতূহল নিজেই মেটালেন। তবে সঙ্গে নাম জড়িয়েছে একাধিক নায়কের। সবচেয়ে বেশি শিরোনামে এসেছে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার সম্পর্কের কথা।

তবে রাশমিকাকে প্রকাশ্যে কখনোই নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা যায়নি। এবার এক সাক্ষাৎকারে মনের কথা আর গোপন করেননি এ দক্ষিণী অভিনেত্রী। ‘আনন্দের জায়গা’ নিয়ে কথা বলতে গিয়ে কিছুটা মুখ ফসকেই সত্য কথাটা বললেন এ নায়িকা। রাশমিকার ভাষ্য, ‘সবচেয়ে আনন্দের জায়গা হলো বাড়ি। এখানেই মনে হয়, জীবনে সাফল্য আসবে যাবে। তা কখনোই চিরস্থায়ী নয়। তবে এই জায়গাই আমার শিকড়।’ এরপরই যোগ করেন, ‘তাই এখান থেকেই কাজ করতে ভালোবাসি। ভালোবাসা এখানেই পেয়েছি। আমি এখনো একজন মেয়ে, একজন বোন, একজন পার্টনার।’ তবে রাশমিকা কার পার্টনার এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।

তবে জীবনসঙ্গী হিসেবে কেমন পুরুষ পছন্দ, সে কথাও জানিয়েছেন তিনি। ‘যার মুখে সবসময় হাসি থাকবে। আশপাশের মানুষদের প্রাপ্য সম্মান দেবে, তেমন মানুষই ভালো লাগে।’ অর্থাৎ সম্পর্কে থাকার কথা কার্যত স্বীকার করে নিয়েও সঙ্গীর নামটি গোপনই রাখলেন রাশমিকা। আপাতত নিজের আপকামিং সিনেমা ‘ছাবা’র প্রচারে ব্যস্ত দক্ষিণী অভিনেত্রী। সিনেমায় ছত্রপতি শিবাজির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

banner close
banner close